May 2, 2024, 7:56 pm

News Headline :
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ পূর্বাচলে অর্ধেকের বেশি প্লট বিক্রি করে দিয়েছেন প্রবাসীরা যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১১ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা করবে থাইল্যান্ড : প্রধানমন্ত্রী মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা বেতন-ভাতার দাবিতে দিনকালের সাংবাদিকদের মানববন্ধন

বগুড়া র‌্যাবের অভিযানে ৯.৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় চেকপোস্ট বসিয়ে ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপুর পৌণে ১ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের গোকুল বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুড়িগ্রাম জেলার ইস্তামার মাঠ এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও রাজারহাটের নুরুজ্জামানের ছেলে খায়রুল ইসলাম (২২)।

র‍্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। দুপুর পৌণে ১ টার দিকে কুড়িথাম থেকে ঢাকামুখী একটি বাসে অভিযান করে ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে৷

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তার সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গাঁজা বিক্রির জন্য কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD