April 23, 2024, 5:35 pm

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান কে এই অনিল চৌহান

যমুনা নিউজ বিডিঃ লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান বুধবার ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। শীর্ষ সামরিক পদে অধিষ্ঠিত অনিল দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কার্যপ্রণালীতে সমন্বয় এবং সামগ্রিক সামরিক শক্তিকে সহায়তা করবেন।

জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে পদটি শূন্য হওয়ার ৯ মাসের বেশি সময় পরে তাকে নিয়োগ দেওয়া হলো।

প্রায় ৪০ বছরের কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান বেশ কয়েকটি সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। এছাড়া জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহবিরোধী অভিযানে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অব.) সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য-

* ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান। ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ গোর্খা রাইফেলে কমিশন লাভ করেন তিনি।

* অনিল চৌহান কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

* তিনি খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

* মেজর জেনারেল পদে থেকে অনিল চৌহান নর্দার্ন কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন।

* পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হন।

* ২০২১ সালের মে মাসে চাকরি থেকে অবসর নেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করেন অনিল চৌহান।

* পাশাপাশি তিনি মিলিটারি অপারেশনের মহাপরিচালকের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

* লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান অ্যাঙ্গোলায় জাতিসংঘের মিশনেও দায়িত্ব পালন করেছেন।

* ২০২১ সালের ৩১ মে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি।

* সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে অবদান রেখে চলেছেন অনিল চৌহান।

* সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক ও বিশেষ সেবা পদক লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD