September 16, 2024, 9:59 pm
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে মোঃ ফরিদুল ইসলাম ফরদু ইসলাম (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মাদ্রাসা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মোঃ ভুট্টু প্রাং এর ছেলে এবং রশিদপুর মাহফুজুর রহমান কারিগরি কলেজের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, রোববার দুপুর সাড়ে বারটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম অনেক দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পুকুরে গোসল করতে গিয়ে সবার অগোচরে পানিতে ডুবে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পুকুরে গোসল করতে গিয়ে আজিজুল নামে এক ব্যক্তির পায়ের সাথে ফরিদুল ইসলামের মরদেহ বাঁধে। এমন সময় আজিজুল এর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাঁর মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মৃগী রোগে আক্রান্ত থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে।চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।