April 23, 2024, 7:10 am

শেখ হাসিনা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ভয় পায় : বাদশা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, দেশের মানুষের উপর একের পর এক ঋণের বোঝা বাড়িয়ে দেয়া হয়েছে। সার ও ডিজেলের দাম বাড়িয়ে কৃষকদের হয়রানি করা হচ্ছে। দ্রব্য মূলের উর্দ্ধগতির কারণে মানুষ আজ দিশেহারা। অপরদিকে আওয়ামী লীগের নেতারা বিলাসিতা করছে। দেশের মানুষ আজ ভাল নেই, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, ভোটের রাজনীতিকে ধংস করে দেয়া হয়েছে, আইনের শাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে, গণতন্ত্রকে ধংস করে দেয়া হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এ কারণে শেখ হাসিনা নিরপেক্ষ সরকারের অধীনে দিনের বেলায় ভোট করতে ভয় পায়। সারিয়াকান্দির মানুষ নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে আছে। গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। গতকাল শনিবার সকালে উপজেলার দিঘলকান্দি হার্ড পয়েন্ট (প্রেম যমুনা) মাঠে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মিসেস লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.আর ইসলাম স্বাধীন, এ কে এম তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, তাহাউদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সারিয়াকান্দি পৌর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মতিন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল। সম্মেলনে ব্যালট ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি পদে অ্যাড. নুরে- আজম বাবু, সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মাহমুদ ও মহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি পদে সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক পদে অ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD