June 3, 2023, 7:25 am
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ৫শ’ গ্রাম গাঁজাসহ আব্দুর রউফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার জামগ্রাম ইউনিয়নের আখরাইল রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। রউফ উপজেলার পরিশেষ মন্নাপাড়া গ্রামের মৃত: ফজলুল রহমানের ছেলে।
আজ মঙ্গলবার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন জানান, গ্রেফতারকৃত রউফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মাদক নিয়ন্ত্রক আইনে মামলা হয়েছে।
তিনি আরও জানান, কাহালু উপজেলাকে মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে প্রতিনিয়ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।