May 30, 2023, 4:24 am
যমুনা নিউজ বিডিঃ সাত দেশের খেলোয়াড়রা লড়াইয়ের জন্য প্রস্তুত। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ। নেপালের কাঠমান্ডুর দশরথ ফুটবল স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। জাঁকজঁমক আয়োজন থাকছে না এবারের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে। কোনো অনুষ্ঠানও থাকছে না উপমহাদেশের এই নারী ফুটবলের আয়োজনকে ঘিরে। উড়বে না কোন বেলুন বা ফেস্টুন। অতিথিরা শুধুমাত্র মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের মাধ্যমে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করবেন।
উদ্বোধনী ম্যাচে চারবারের রানারআপ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে পাহাড় বেস্টিত আরেক দেশ ভুটান। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে নেপালে পৌঁছে গেছে অংশগ্রহনকারী সাত দলের সবকটি দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। অনুশীলন চালিয়ে যাচ্ছে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন ভেন্যুতে। দীর্ঘ আট বছর পর টুর্নামেন্টে ফের অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তানের নারী ফুটবল দল। তাদের স্বাগত জানিয়েছে আগত বাকী ছয় দেশের খেলোয়াড়, কর্মকর্তা এবং টুর্নামেন্টের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরাও।