June 4, 2023, 6:36 pm
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী মডেল থানায় নবাগত ওসি সনাতন চন্দ্র সরকার গতকাল রোববার সন্ধ্যায় কাজে যোগদান করেছেন। এরআগে তিনি বগুড়ার শেরপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সোনাতলা থানায় এস.আই হিসেবে তাঁর প্রথম কর্মজীবন শুরু হয় ২০১০ সালে। রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক অফিস আদেশে গাবতলী মডেল থানার পূর্বেকার ওসি সিরাজুল ইসলামকে জয়পুরহাট জেলায় বদলী করা হয়েছে। ওসি সিরাজুল ইসলামের বদলীর এক সপ্তাহ পর সনাতন সরকারকে নতুন ওসি হিসেবে গাবতলী মডেল থানায় দায়িত্ব দেয়া হয়।