September 16, 2024, 10:40 pm
যমুনা নিউজ বিডিঃ অল্প উপকরণে ঝটপট আইসক্রিম কেক বানিয়ে ফেলতে পারেন। এটি ফ্রিজে থাকলে যেকোনো সময় অতিথি আপ্যায়নেও পরিবেশন করা যায়। জেনে নিন কীভাবে ৩ উপকরণে আইসক্রিম কেক বানাবেন।
২০টি ওরিও বিস্কুট গুঁড়া করে ৫ টেবিল চামচ গলানো মাখন দিয়ে মেখে নিন। কেকের মোল্ডে নিয়ে নিন মিশ্রণটি। একটি চামচের সাহায্যে চেপে সমান করে ফ্রিজে রেখে দিন ১০ মিনিটের জন্য। ৩ কাপ আইসক্রিম সামান্য নরম করে ওরিও বিস্কুটের টুকরা মিশিয়ে নিন। ফ্রিজ থেকে কেকের মোল্ডটি বের করে উপরে দিয়ে দিন আইসক্রিম। সব শেষে ওরিও বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন উপরে। মোল্ডটি ডিপ ফ্রিজে রেখে দিন ৫ ঘণ্টার জন্য। এরপর বের করে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন মজাদার আইসক্রিম কেক।