April 23, 2024, 4:26 pm

নন্দীগ্রামে ওএমএসের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিলারের ঘর থেকে প্রতিজন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবে। নন্দীগ্রামে ৪ টি ডিলার পয়েন্টে এ কার্যক্রম চালু থাকবে। প্রতিদিন প্রতি ডিলার দুই হাজার কেজি চাল বিক্রয় করতে পারবে৷ আগামী নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে ওএমএস এর এই চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, খাদ্য পরিদর্শক শারমিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD