September 18, 2024, 3:11 pm

চে গুয়েভারার ছেলে ক্যামিলো মারা গেছেন

যমুনা নিউজ বিডিঃ মার্ক্সবাদী বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ছেলে ক্যামিলো গুয়েভারা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কিউবার কর্মকর্তাদের বরাতে বুধবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

ক্যামিলো গুয়েভারা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাবার জীবন তুলে ধরার কাজে। কিউবার বিপ্লবের সময় চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রোর একসঙ্গে লড়াই করেছেন।

আলবার্তো কর্দা দ্বারা বিখ্যাত হয়ে ওঠা চে গুয়েভারার একটি ছবির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করেছেন ক্যামিলো। চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের জন্য একজন ক্যামিলো।

বড় বোন আলেইদা পরিবারের নারী মুখপাত্রের দায়িত্ব নেন। কিউবার রাজধানী হাভানায় অবস্থিত সেন্টার অব চে গুয়েভারা স্টাডিজের দায়িত্ব নেন ক্যামিলো।

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরে ক্যামিলোর মৃত্যু হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল টুইটারে ক্যামিলোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD