May 28, 2023, 11:07 pm

News Headline :
ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১.৩১ লাখ কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক ভালুকায় দূর্ধষ ডাকাত সম্রাটসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার ৪-১০ জুন শিশুদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে ডিসিরা নিজেরা রাজত্ব কায়েম করেছেন, আদেশ মানেন না : হাইকোর্ট সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির বগুড়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপিত প্রভাষক ড.শফিকুল ইসলাম গাবতলী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মান্দায় অতিরিক্ত মদপানে কলেজ ছাত্রের মৃত্যু বগুড়া শেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত বগুড়ায় কৃষক ফ্রন্টের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কথাটা পুরনো হলেও বাস্তবতাটা সত্যি, “সাত-কোটি জনতার হে মুগ্ধ জননী, বাঙালি করে রেখেছো মানুষ করনি!

আমরা জামাতে ইসলাম হয়েছি, B.N.P হয়েছি, আওয়ামী লীগ হয়েছি। কিন্তুু মানুষ হয়নি…!! আমরা ইউরোপ/আমেরিকার মত রাষ্ট্র চাই, কিন্তু ইউরোপ-আমেরিকার মতো মানুষ হতে চাই না। এই পর্যন্ত ইউরোপ আমেরিকাতে যত লোক গিয়েছেন, তারা সেখানেই সিটিজেনশিপ নিয়েছেন, কেউ বাংলাদেশে আসতে চায়না, কিন্তু কেন ?? এই কেন’র উত্তর টা না হয় একটু পরে দিলাম, আমার দেশের নেতা-নেত্রী আমলা-ধনী যারা আছেন, তারা শুরু থেকেই তাদের ছেলেমেয়েদেরকে বিদেশে লেখাপড়া করান, কিন্তু কেন?? দেশের ক্ষমতা তো তাদের হাতে, তার পরেও তারা তাদের ছেলে মেয়েদেরকে এদেশে নিরাপদ মনে করেন না। বাংলাদেশের রাজনীতি, গাড়ি-বাড়ি যশ-খ্যাতি টাকা পয়সা সবকিছু আছে, তার পরেও ইউরোপ/আমেরিকা মালয়েশিয়া’তে বাড়ি করছেন। কিন্তু কেন?? তাহা হলে যাদের হাতে ক্ষমতা, লক্ষ-কোটি টাকার মালিক, তারা ও কি এ দেশে নিরাপদ নয়। তারা নিরাপদ, কিন্তু তাদের মন মানসিকতা নিরাপদ নয়। ইউরোপ/আমেরিকার লোকেরা মানুষকে মানুষ হিসাবে মুল্যায়ন করে, আর আমার দেশের লোকেরা মানুষকে শিয়াল কুকুরের মত বিবেচনা করে। তারা ইউরোপ আমেরিকায় বাড়ি ঘর করে থাকতে চায়,কিন্তু নিজের দেশটাকে ইউরোপ আমেরিকা বানাতে চায় না। যাঁরা ইউরোপ/আমেরিকার জনগণের সাথে সিটিজেনসিপ নিয়ে থাকতে ভালোবাসেন,তারা একবারও নিজের দেশের জনগনকে ইউরোপ/আমেরিকার জনগণের মত গড়ে তুলতে চাননি.….!! সমাজের নিচ তলা থেকে রাষ্ট্রের উপর তলা পর্যন্ত সবাই মন-মানসিকতা বদলান, দেখবেন আমরা হবো একদিন বিশ্বের সবচেয়ে সভ্য জাতি…!!

সূত্র স্বপন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD