June 3, 2023, 3:54 pm
শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ১৫ কেজি গাঁজাসহ ২৫ বছর বয়সী মোখছেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এরআগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নে মোখছেদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় সামছুল সরকারের ছেলে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোখছেদুলের বাড়িতে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় ৩টি বস্তা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মোখছেদুলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।