September 20, 2024, 6:58 am

ঠাকুরগাঁও এ ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি কর্মসূচী ঘোষনা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির এ আদেশ জারি করেন।

এতে উল্লেখ করা হয়, রবিবার (২৮ আগস্ট) পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে দেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দল (আওয়ামী লীগ-বিএনপি) তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সৃষ্টিসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD