April 26, 2024, 7:59 am

৯ গোলের জয় দিয়ে লিভারপুলের ‘মহা প্রত্যাবর্তন’

যমুনা নিউজ বিডিঃ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি লিভারপুলের। তিন রাউন্ড পেরিয়ে গেলেও জয় ছিল না একটিও। প্রথম দুই ম্যাচ টানা ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হারতে হয়েছিল ম্যানইউর কাছে। তাতে দলের সবাই যে কতটা ক্ষুধার্ত হয়ে উঠেছিল, তারই যেন প্রমাণ দিল লিভারপুল।

তিন ম্যাচে ৭ পয়েন্ট পারানো লিভারপুল অবশেষে পুরোপুরি সমস্ত রাগ-ক্ষোভ ঝাড়ল এএফসি বোর্নমাউথের উপর। বোর্নমাউথের জালে ৯বার বল জড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের রানারআপরা।

শনিবার (২৭ আগস্ট) অন্যরকম এক বিকেলের সাক্ষী হলো অ্যানফিল্ড। ম্যাচের শুরু থেকে গোলের উৎসবে মাতে লিভারপুল। যা চলতে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ নম্বরে উঠে এলো ক্লপের শিষ্যরা এবং লিগে এটাই তাদের প্রথম জয়।

নিজেদের চতুর্থ ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন লুইস দিয়াজ। এরপর ম্যাচের ষষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। বোর্নমাউথকে গোলের মালা পরা অব্যাহত থাকেই।

লিভারপুলের তৃতীয় গোল আসে ২৮ মিনিটের মাথায়। গোলটি করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর তিন মিনিট পরই চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন ভিরগিল ফন ডাইক। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই (৪৬ মিনিটে) নিজেদের জালেই বল জড়িয়ে দেন বোর্নমাউথের ক্রিস মেপাম। ৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো।

৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান লুইজ দিয়াজ।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD