June 3, 2023, 3:19 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের মূর্তিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শনিবার বিকেলে উপজেলার মর্তুজাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা মুঠোফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম ভুট্টু মিয়া ওরফে লেকির (৩২)। ভুট্টু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারোইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ভুট্টু একজন কালোবাজারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মূর্তি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ভুট্টু। তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।