September 16, 2024, 11:14 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের টিএমএসএস মহিলা মার্কেটের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা।
সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ফল ব্যবসায়ী আলহাজ্ব মুকুল হোসেন ও বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু।
আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আফতাব আহম্মেদ, মাহমুদ শরীফ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হাসান, রফিকুল ইসলাম অরুন, সেকেন্দার মাষ্টারসহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন সমিতির নির্বাহি কমিটির সহ-সভাপতি স্বাধীন আহম্মেদ, সহ-সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, সেকেন্দার কাজী, হুমায়ুন কবীর তালুকদার, আইনুল ইসলাম, আব্দুস সামাদ সরকার, শরিফুল ইসলাম সোহাগ, লাইজু খান, রিমন ফকির, মোহাম্মদ আলী নাহিদুল ইসলাম নাহিদসহ অন্যান্য সদস্যরা।
সভায় আয় ব্যয়ের রিপোর্ট প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার। সবশেষে মৃত সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।