June 1, 2023, 2:01 am
যমুনা নিউজ বিডিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। আজ শনিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল, সহ-সভাপতি এম. মনসুর আলী, বিনয় ভূষণ তালুকদার, ডা: অসিত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আসিফ আবেদীন, আইন বিষয়ক সম্পাদক নীতিশ সরকার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাফি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদ প্রকৌশলী মোহাম্মদ আওয়াল হোসেন, সদস্য মোঃ ওহিদুর রহমান, পারভীন আক্তার নিলা ও নড়াইল বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক তপন কুমার সরকার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন কবির প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর শ্রদ্ধাবোধ ছিল। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে কবিকে ভারত থেকে নিয়ে এসে জাতীয় কবি উপাধিতে ভূষিত করেন।