September 8, 2024, 6:06 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার ফার্মেসীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের নিশিন্দারা এলাকায় চলা অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। এসময় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সরকার মেডিসিন কর্নারে তিন হাজার, আশ শিফা মেডিকেল হলে দুই হাজার, নিউ শাফি ফার্মেসীকে দুই হাজার এবং মমতাজ ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।