April 19, 2024, 6:06 am

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান

যমুনা নিউজ বিডিঃ প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি ছিল ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সামনে। তাদের সেই স্বপ্ন চূর্ণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপান। সেমিফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে জাপানের তরুণীরা। আসরের অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়েছে স্পেন অনূর্ধ্ব-২০ নারী দল। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও জাপান। ২০১৮ সালে হওয়া এই বিশ্বকাপের সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল এ দুই দল। যেখানে ৩-১ গোলে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল জাপান।

অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের প্রথম তিন আসরেও সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। কোনোবারই ফাইনালে ওঠা হয়নি তাদের। এবার সেমিতে ওঠার পথে অপরাজিতই ছিল লা সেলেসাওরা। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের থামিয়ে দিলো গত আসরের চ্যাম্পিয়ন জাপানের তরুণীরা। কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩০ মিনিটে প্রথম গোল করে লিড নেয় জাপান। গোল করেন ইউজুকি ইয়ামামোতো। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটে সমতা টানেন ব্রাজিলের মিরিনা ক্রিশ্চিনা কাভালকান্তে। এরপর একের পর এক চেষ্টা করেও লিড নিতে পারেনি ব্রাজিল। উল্টো ম্যাচ শেষ হওয়ার আগে ৮৪ মিনিটের সময় মাইকা হামানোর গোলে ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলে জাপান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে উঠল তারা। এর আগে ২০১৮ সালে হওয়া সবশেষ আসরে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছিল জাপান। বিশ্বকাপের অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়ও ২-১ গোলে। স্পেনের হয়ে গোল দুটি করেছেন ইনমা গাবারো। ম্যাচের ২২ ও ২৫ মিনিটে গোল করে দলকে জেতান তিনি। ম্যাচের ৫৪ মিনিটে রসা ফন গুল এক গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ডাচরা।

জাপানের মতো স্পেনও দ্বিতীয়বারের মতো উঠল বিশ্বকাপের ফাইনালে। গত আসরে জাপানের কাছেই হেরেছিল তারা। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে ভোর সাড়ে ৪টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ব্রাজিল ও নেদারল্যান্ডস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD