April 20, 2024, 10:06 am

ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্ব

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা শুরুর প্রায় ছয় মাস পরেও পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরকারকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে চলেছে। গত মঙ্গলবার এক অনলাইন বৈঠকে প্রায় ৫৪ জন সরকার প্রধান ইউক্রেনকে আরও সাহায্যের অঙ্গীকার করেছেন। ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে আনতে এই নিয়ে দ্বিতীয়বার ‘ক্রাইমিয়া ফোরাম’ আয়োজন করা হলো। জেলেনস্কি অংশগ্রহণকারীদের বলেন, স্বর্গের মতো একটা জায়গাকে বিষাদময় ও পরনির্ভর অঞ্চলে পরিণত করা হয়েছে। উঁচু পাঁচিল ও কাঁটাতার দিয়ে ঘেরা সেই এলাকায় আইনের শাসন আর নেই, বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গসহ বিশ্বনেতারা সেই দাবির প্রতি সমর্থনের পাশাপাশি ইউক্রেনের বর্তমান সংগ্রামে যতকাল প্রয়োজন সহায়তার অঙ্গীকার করেছেন। স্টলটেনবার্গ ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী সংহতি ও সাহায্যের প্রয়োজন তুলে ধরেন। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকলেও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ক্রাইমিয়াকে ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ক্যানাডা সফরকারে জেলেনস্কির ডাকা অনলাইন সম্মেলনে যোগ দেন। তিনি ৫০ কোটি ইউরোরও বেশি অঙ্কের বাড়তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানোর অঙ্গীকার করেছেন। তিনি ইউক্রেনকে আরও তিনটি আইআরআইস-টি অস্ত্র প্রণালীসহ সাঁজোয়া গাড়ি ও রকেট লঞ্চার পাঠানোরও ঘোষণা করেন।২০২৩ সালে সেগুলি সরবরাহের পরিকল্পনা থাকলেও কিছু সরঞ্জাম অনেক আগেই ইউক্রেনে পৌঁছে যাবে বলে তিনি আশ্বাস দেন। শলৎস বলেন, আন্তর্জাতিক সমাজ কখনোই ইউক্রেনে রাশিয়ার বেআইনি ও ঔপনিবেশিক জবরদখল মেনে নেবে না। বর্তমান পরিস্থিতির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র সার্বিকভাবে ইউরোপে আরও সামরিক তৎপরতার পরিকল্পনা করছে। সেইসঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামের জন্য বাড়তি প্রায় ৩০০ কোটি ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য ইউক্রেনের সহায়তা করতে চায় বাইডেন প্রশাসন। বুধবার সেই সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করা হবে বলে সংবাদ সংস্থা এপি মার্কিন প্রশাসনের সূত্রদের উদ্ধৃত করে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD