September 20, 2024, 5:09 pm

ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

যমুনা নিউজ বিডিঃ পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে।  আজ বুধবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ার দেইর আল জোর অঞ্চলে এই হামলা চালানো হয়েছে।

তবে এ নিয়ে সিরিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।  মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেন, মার্কিন কর্মীদের রক্ষা ও সমর্থন করার জন্য এই অভিযান প্রয়োজনীয় ছিল। তবে এই হামলায় হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।  কর্নেলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ১৫ আগস্ট মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার জবাবে এ অভিযান।
খবর আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD