April 25, 2024, 12:37 am

মহম্মদপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গাঁজা সহ আটক

মাগুরার মহম্মদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল ৭ জুন লায়েব (২৭) নামে ও আজ শহিদুল ইসলাম (৩২) নামে দুই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। গত কাল সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে ওই দুই যুবকে আটক করেছেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার বিনোদপুর গ্রামে মাদক বিক্রির জন্য রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা সহকারি কমিশনার হরেকৃষ্ণ অধিকারী (ভুমি), মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহিম ও সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় শহিদুলের বাড়ি থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুলকে ১শত টাকা অর্থদণ্ড সহ সাড়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে হাজতে প্রেরণ করেন। লায়েব আলী দীর্ঘ দিন যাবত মাদকের ব্যাবসা করে আসছেন বলে জানা যায়। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজাসহ লায়েবকে আটক করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়েবকে একমাসের কারাদণ্ড প্রদান করেন। আটক শহিদুল বিনোদপুর গ্রামের সোনাউল্লাহ বিশ্বাসের ছেলে ও লায়েব আলী মহম্মদপুর সদর এলাকার ছবেদ আলীর ছেলে। মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী বলেন মাদকের বিরুদ্ধে সম্পূর্ণরূপে অবস্থান থাকবে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD