September 8, 2024, 7:19 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকীব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের ব্যবহত ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৮৭১৪) জব্দ করে র্যাব।
প্রেপ্তারক্রতরা হলেন, কুমিল্লা জেলার গোকুল নগরা এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাকচালক আমির হোসেন (২১) ও তার সহকারী ধামঘর এলাকার কামাল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৫)।
র্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা দিনাজপুর দিকে যাচ্ছে। এরপরে র্যাব বগুড়ার একটি দল ঢাকা-বগুড়া মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে জব্দ হওয়া ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় চালক আমির ও তার সহকারী মোশারফকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হবে। তাদের থানা পুলিশের হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।