September 8, 2024, 7:19 am

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও সহকারী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকীব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের ব্যবহত ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৮৭১৪) জব্দ করে র‌্যাব।

প্রেপ্তারক্রতরা হলেন, কুমিল্লা জেলার গোকুল নগরা এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাকচালক আমির হোসেন (২১) ও তার সহকারী ধামঘর এলাকার কামাল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৫)।

র‌্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা দিনাজপুর দিকে যাচ্ছে। এরপরে র‌্যাব বগুড়ার একটি দল ঢাকা-বগুড়া মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে জব্দ হওয়া ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় চালক আমির ও তার সহকারী মোশারফকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হবে। তাদের থানা পুলিশের হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD