May 28, 2023, 11:14 pm
মূল শিল্পী -ডলি সায়ন্তনী কভার-নার্গিস পারভীন আমার প্রিয় শিল্পী ডলি সায়ন্তনী। তার গান শুনে শুনেই আমার গানের শুরু হয়েছিল।এই প্রথম তার একটি গান কভার করলাম।তার দোয়া, অনুমতি নিয়েই গান টি করেছি। আর গান টি ডলি আপুকেই Dedicate করছি।