October 13, 2024, 1:03 am
স্টাফ রিপোর্টার : বগুড়া ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার ভোর ৪টার দিকে বগুড়ার গোকুল এলাকা থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরানকে গ্রেফতার করা হয়। ইমরান রংপুর জেলার কোতয়ালীর আলমনগর এলাকার ইসতিয়াক আহম্মদের ছেলে।
রবিবার দুপুরে বগুড়া ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের গোকুলে রংপুর-বগুড়া মহাসড়কের রংধনু আইডিয়াল স্কুলের সামনে স্থায়ী চেকপোষ্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইমরানকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
বগুড়ার ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে পূর্বের আরও ৩টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।