October 13, 2024, 1:03 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার ভোর ৪টার দিকে বগুড়ার গোকুল এলাকা থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরানকে গ্রেফতার করা হয়। ইমরান রংপুর জেলার কোতয়ালীর আলমনগর এলাকার ইসতিয়াক আহম্মদের ছেলে।

রবিবার দুপুরে বগুড়া ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের গোকুলে রংপুর-বগুড়া মহাসড়কের রংধনু আইডিয়াল স্কুলের সামনে স্থায়ী চেকপোষ্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইমরানকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

বগুড়ার ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে পূর্বের আরও ৩টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD