June 4, 2023, 8:08 am
শেরপুর প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোরবান আলী (৪৫) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটর সাইকেল আরোহী। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত কোরবান আলী উপজেলার সুঘাট ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হারেজ উদ্দীনের ছেলে। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন-একই এলাকার রাফী হায়দার আলী ও মো. জিন্নাহ মিয়া।
শেরপুর থানার উপ-পরিদর্শক (উপ-পরিদর্শক) আব্দুস সালাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবারের প থেকে এখনও কোনো লিখিত পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।