May 30, 2023, 4:33 am
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে তিনটি মুরগির দোকান ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর ইউনিয়নের শিয়াকোল ও কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে মুরগির দামের তালিকা প্রদর্শন না করায় তিন দোকানিকে ১৫ হাজার টাকা ও আঁখি স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।