October 13, 2024, 1:01 am
স্টাফ রিপোর্টার রাশেদ : বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে, সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রনির সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন টি জামান নিকেতা, এ্যাড. আমান উল্লাহ আমান, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আল রাজি জুয়েল, রুহুল মোমিন তারিক, আবু সুফিয়ান সফিক, মাশরাফি হিরো, মাফুজুল ইসলাম রাজ, আবু ওবায়দুল হাসান ববি, কামরুল মোর্শেদ আপেল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, পিংকি সরকার, মোবাশ্বর হোসেন সরাজ, লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা প্রমূখ। এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।