April 23, 2024, 12:33 pm

সিরিয়ার সীমান্ত চৌকিতে তুরস্কের হামলা : নিহত ১৭

যমুনা নিউজ বিডিঃ সিরিয়ার সীমান্ত চৌকিতে তুরস্কের বিমান হামলায় অন্তত ১৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার একাধিক সীমান্ত চৌকিতে মঙ্গলবার (১৬ আগস্ট) তুর্কি সামরিক বাহিনী হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সঙ্গে যুক্ত কি না, তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিন সিরীয় সৈন্য রয়েছে। সানা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত একটি সামরিক ফাঁড়িতে যেকোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’ সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ‘১৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন।
খবর এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD