March 28, 2024, 5:39 pm

তাইওয়ানের আকাশসীমায় চীনের ১১ যুদ্ধবিমান

যমুনা নিউজ বিডিঃ  চীনের ১১টি সামরিক বিমান রোববার তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে অর্থাৎ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চীনের দাবিকৃত দ্বীপটির কাছে বেইজিং সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানের কাছে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও তা গত সপ্তাহের তুলনায় অনেক ছোট পরিসরে।

তাইওয়ানের সরকার বলছে, চীন কখনোই দ্বীপটি শাসন করেনি। দ্বীপটি দাবি করার বা এর ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো অধিকার নেই, যা নির্ধারণ করতে পারে শুধু তাইওয়ানের জনগণই।

১৯৪৯ সালে চীন সরকার মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টির কাছে গৃহযুদ্ধে হেরে তাইওয়ানে পালিয়ে যায়।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চীন কখনোই শক্তির ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করেনি।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD