March 28, 2024, 10:47 am

২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে: মোদি

যমুনা নিউজ বিডিঃ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি: আনন্দবাজার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে ভারত।

সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ‌যাপন উপলক্ষে এক ভাষণে এ কথা বলেন তিনি। মোদি বলেন, আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় সংকল্প নিয়ে এগোতে হবে আমাদের। তবেই স্বপ্নপূরণ হবে।

এই লক্ষ্যপূরণে আগামী ২৫ বছরে ‘পঞ্চপ্রাণ’ অর্থাৎ, ৫টি সংকল্পের কথা বলেছেন প্রধানমন্ত্রী। পঞ্চ সংকল্প কী কী, সে প্রসঙ্গও স্বাধীনতা দিবসের ভাষণে তুলে ধরেছেন মোদি।

তিনি বলেন, আগামী দিনে পাঁচ বড় সংকল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সংকল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সংকল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সংকল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সংকল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সংকল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।

মোদি বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD