October 26, 2024, 4:44 pm

জাতীয় শোক দিবসে বগুড়ায় পুলিশের আলোচনা

ষ্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার দুপুর ১২টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বগুড়ায় জেলা পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  আলোচনা সভা শেষে ‘বগুড়ায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের উন্মোচন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক ও শিক্ষাবিদ শোয়েব শাহরিয়ার, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম আইএফআইসি ব্যাংকের ম্যানেজার তাজমিলুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD