October 16, 2024, 7:24 am

শাদে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত ১৩

যমুনা নিউজ বিডিঃ শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।

শাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষায় অস্ত্র রাখেন।

শাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা তাদের পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করায় তারা রাখালদের দায়ী করে।

গুয়েরা প্রদেশের গভর্নর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার ৭০০ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার বেলা ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তিনি জানান, একপর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে হামলায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে সেখানে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়।

শাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের আগস্টে শাদের রাজধানীর ২০০ কিলোমিটার পূর্বে ভয়াবহ সংঘর্ষে ২২ জন প্রাণ হারায়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় ৩৫ জন নিহত হয়।
খবর এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD