July 27, 2024, 1:36 am

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহিত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়তে থাকায় নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। চরাঞ্চলে পানি ঢুকে পড়ায় অনেক জমি পানিতে ডুবে গেছে। এ অবস্থায় ভাঙন আতংকে রয়েছেন নদীতীরের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ আগস্ট) ভোর ৬টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই পয়েন্টে ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ এতথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD