October 13, 2024, 1:50 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের শিববাটি এলাকা থেকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের মৃত আলম মন্ডলের ছেলে মিজু আহম্মেদ (২৭)কে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার দুপুরে বগুড়া ডিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের শিববাটি এলাকায় অভিযান পরিচালনা করে মিজুকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজুর বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। পরে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।