April 24, 2024, 1:57 pm

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে

যমুনা নিউজ বিডিঃ জুলাই মাসে চীন ও জাপানে তেলের উৎপাদন কম হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এদিকে তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিনিয়োগকারীরা। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ বিশ্ব বাজারে রেড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১০৩ দশমিক ১৫ ডলার হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৭ দশমিক ৪৪ ডলার হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে জুলাইয়ে উৎপাদন কমেছে। ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে।

অন্যদিকে জাপানের উৎপাদনও গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কমেছে। বাজার বিশ্লেষক টিনা টিং বলেছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চীনের তেল উৎপাদন হতাশাজনকভাবে কমে যাওয়া।

টিনা টিং অরও বলেছেন, তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে, চীনের অর্থনৈতিক কার্যকলাপ আশ্চর্যজনকভাবে সংকুচিত হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, লকডাউন থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী ইতিবাচক না-ও হতে পারে। এ কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চাহিদা কমেছে।’

রয়টার্স জানিয়েছে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়া সহ মিত্র দেশগুলোর সংস্থা ওপেক প্লাস সেপ্টেম্বরের উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার বৈঠক করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD