July 27, 2024, 9:50 am

১০ মামলায় জামিন পেলেন ইমরান খান

যমুনা নিউজ বিডিঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১০টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। গত ২৫ মে আজাদি মার্চের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতির আদালতে হাজির হয়ে জামিন চান সাবেক এই প্রধানমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, লং মার্চের ঘটনার পর ইমরান খানের বিরুদ্ধে মোট ১৫টি মামলা হয়। আগেই ৫টি মামলায় জামিন পান তিনি। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী পারভেজ এলাহীকেই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ তার পদ হারিয়েছেন।

এর আগে পাঞ্জাবের সংসদে হওয়া মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা দেওয়া হয়। সে সময় হামজা শাহবাজকে মুখমন্ত্রী ঘোষণা দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD