March 29, 2024, 10:18 am

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
নজরুল বাঙালি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এখন
দেশে চলছে তার জন্ম শত বার্ষিকী
৭ই মার্চ ৭১ এ শুনেছি তার অমর
কবিতা খানি।

সেই অমর কবিতা শুনার জন্য লাখো
লাখো জনতার ভিড় জমিয়েছিল
ঐতিহাসিক রেসকোর্স ময়দান,
বাংলাদেশ নামক দেশটির জন্য মুজিবের
ছিলো সবচেয়ে বেশী অবদান।

মঞ্চে এসে যখন মুজিবর শুনালেন তার
অমর কবিতা এবারে সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের
স্বাধীনতার সংগ্রাম, তখন লাখো লাখো
বীর জনতা করতালির মাধ্যমে তাকে জানালেন সন্মান।

অমর কবির অমর কবিতা শুনে জেগে
উঠলেন বাংলার দামাল ছেলে গুলো, তার
পর থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে
স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করলো।

সবশেষে মুজিবরের নেতৃত্বে লাখো
শহীদের রক্তের বিনিময়ে মোরা পেলাম
স্বাধীন বাংলাদেশ,
তাইতো দেশে চলছে এখন মুজিব বর্ষ
মোদের আনন্দের নেই শেষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD