July 27, 2024, 6:14 am

করিম উদ্দিন ভরসা আর নেই

যমুনা নিউজ বিডিঃ জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই।  শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা জানান, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন করিম উদ্দিন ভরসা।

রংপুরের কাউনিয়া উপজেলার বিড়িশিল্প নগরী খ্যাত হারাগাছে জন্মগ্রহণ করেন করিম উদ্দিন ভরসা। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে এবং পরে ১৯৯৬ ও ২০০১ সালে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, এতিমখানা স্থাপন এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD