July 27, 2024, 5:24 am

বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ষ্টাফ রিপোর্টারঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য সড়ক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার বগুড়া জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে কালেক্টরে চত্তর বটতলা থেকে সড়ক র‌্যালীটি  বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম আলী বেগ, জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু,অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ  ও উপজেলা নির্বাহী অফিসার সমর পাল  সহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী, মৎস্যচাষী ও মৎস্যজীবিরা।

রালী শেষে জেলা প্রাশাসক সন্মেলন কক্ষে জেলা মৎস কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ সভাপতিত্বে আলোচনা সভায় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক  জিয়াউল হক।  আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস চাষীদের সনদপত্র ও সন্মসানা ক্রেষ্ট বিতরন করেন প্রধান অতিথি।

বগুড়া সদর উপজেলা পরিষদ চত্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম আলী বেগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD