October 26, 2024, 4:41 pm

বগুড়া শহরে স্বস্তির বৃষ্টি

এম আর শাইনঃ বগুড়া শহরে টানা কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টি নেমেছে। ঝিরি ঝিরি বৃষ্টি আবার কখোনো অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পৌরবাসী।

রোববার বেলা সাড়ে ১২টার পর পৌরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে, হঠাৎ চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর শহর জুড়ে বৃষ্টি নামে। এতে গরম কিছুটা কমতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। বৃষ্টিতে ভিজে অনেককে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।

শহরের পৌর এলাকার চেলোপাড়ার ভ্যান চালক আফাজ আলী জানান, টানা কয়েকদিনের গরমের কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে উঠেছিল। হঠাৎ বৃষ্টি নামায় স্বস্তি মিলেছে।
শহরের বড়গোলা এলাকার সাখাওয়াত জনি বলেন, বৃষ্টির কারনে ঘর থেকে বের হতেই পারিনি দুপুর পর্যন্ত। গরমে অতিষ্ঠ জনজীবনে এই বৃষ্টি যেন অনেক স্বস্স্তি।
শহরতলীর কৈচড় এর মামুন জানান, বৃষ্টির অভাবে জমিতে হাল চাষ দিতে পারছিনা। কেউ কেউ শুকনো মাটিতেই হাল চাষ করছেন। টানা কয়েকদিন বৃষ্টি হলে কৃষকরা চাষাবাদ করতে মাঠে নেমে পড়বেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD