July 27, 2024, 5:57 am

ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। আজ শ্রক্রবার দুপুরে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের মিলন হোসেনের ১৬ বছর বয়সী মেয়ে মিম খাতুনের বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে বর পক্ষ আসার আগেই থানা-পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় তিনি বিয়ে বন্ধ করে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের পিতাকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয়। এ ছাড়া মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ প্রদান করা হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD