July 27, 2024, 2:10 am

শ্রীলঙ্কায় জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে ২ জনের প্রাণহনি

যমুনা নিউজ বিডিঃ জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে আরও দুই জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আলাদা দুটি স্থানে শুক্রবার (২২ জুলাই) তাদের দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলম্বো গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, একজনের মৃত্যু হয়েছে কিনিয়াতে এবং আরেকজনের পেলাওয়াতে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এর আগে, জ্বালানি তেল নেওয়ার দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অন্তত আট জনের মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়। এদিকে, ২২ জুলাই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুনাবর্ধনে। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হয়। অর্থনৈতিক সংকটের জেরে জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে শ্রীলঙ্কা। গত কয়েক মাস ধরে চলে বিক্ষোভ। অবশেষে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি কিছুটা বদলেছে। নতুন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কার মানুষ। তবুও এখনো শঙ্কা কাটেনি সাধারণ মানুষের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD