July 27, 2024, 1:24 am

আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ: গাঙ্গুলি

যমুনা নিউজ বিডিঃ চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসর। শ্রীলঙ্কা আয়োজন করতে অপারগ হওয়ায় আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্ট নিয়ে। তাই বিকল্প হিসেবে এসেছিল আরব আমিরাত, বাংলাদেশ ও ভারতের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে গণমাধ্যমকে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। কারণ তখন সেখানে কোনো বৃষ্টি থাকবে না।’ উল্লেখ্য, বুধবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লঙ্কানরা বলে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD