December 1, 2023, 11:05 pm
স্টাফ রিপোটার : বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকা থেকে উপজেলার বাটকাশহারের মৃত আব্দুল লতিফের ছেলে আল আমিন (২২)কে উপরোক্ত মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রাইভোট কাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে বগুড়ায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায় (ঢাকা মেট্রো-খ-১১-৮৭৬০) প্রাইভেট কারে ২৫টি ব্যাগ থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।