December 1, 2023, 11:05 pm

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোটার : বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকা থেকে উপজেলার বাটকাশহারের মৃত আব্দুল লতিফের ছেলে আল আমিন (২২)কে উপরোক্ত মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রাইভোট কাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে বগুড়ায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায় (ঢাকা মেট্রো-খ-১১-৮৭৬০) প্রাইভেট কারে ২৫টি ব্যাগ থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD