March 28, 2024, 4:33 pm

বগুড়া -১ আসনের উপনির্বাচন পেছানোর দাবিতে বিএনপি প্রার্থী জাকিরের আবেদন

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় নির্বাচন পিছানোর দাবীতে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা নির্বাচন অফিসে মঙ্গলবার আবেদন দিয়েছেন। ১৮ জানুয়ারী বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেলে ওই আসনের উপ-নির্বাচণের তফশিল ঘোষনা করা হয়। ২৯ মে নির্বাচন হওয়ার দিন ক্ষন থাকলেও করোনার কারণে সপ্তাহ খানেক আগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৪ জুন নির্বাচনের তারিখ ঘোষনা করলে বিএনপি করোনা ও বন্যার কারণ দেখিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বি এন পি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির জানান, মঙ্গলবার নির্বাচন পিছানোর জন্য জেলা নির্বাচন অফিসের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন দিয়েছেন। কারণ হিসেবে জাকির বলেন, করোনা মহামারী এবং ভয়াবহ বন্যায় এখন ভোটের কোন পরিবেশ নেই। করোনার সময়ে গণসংযোগ, সভা, প্রচারনায় যদি জনগণ করোনায় আক্রান্ত হয় এবং মারা যায় এর দায় কে নিবে? ভোট আগে না মানুষের জীবন আগে এ প্রশ্ন রেখে তিনি বলেন, সংসদে পাশ করে কিংবা উচ্চ আদালতের আশ্রয় নিয়ে নির্বাচন পিছানো যেতো। করোনা তো আছেই তারপরও এই আসনের ৮টি ইউনিয়ন যমুনার চরে। ১৪টি ভোট কেন্দ্রে পানি উঠেছে। অনেক ভোট কেন্দ্রে চারিদিকে পানি, ভোটারা চরাঞ্চলে বাস করে। বন্যায় ভাসছে তারা। এখন তাদের ত্রান ও পুনর্বাসন প্রয়োজন। করোনার মহামারীতে মানুষকে ভোটের কারণে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এবং বন্যার পানিতে জনগনকে ভাসিয়ে, না খেয়ে রেখে ওই সংসদে যাওয়ার মানসিকতা আমার এবং আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেই। আসলে আওয়ামীলীগের প্রার্থীকে বিনা ভোটে জেতানোর একটা কৌশল মাত্র। তবে নির্রাচন পিছিয়ে দিলে অবশ্য ভোটে যাবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD