December 1, 2023, 11:27 pm

বগুড়া পুলিশ লাইন্সে `মুক্তির অমর কাব্য` ম্যুরালের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়া পুলিশ লাইন্সে ‘মুক্তির অমর কাব্য’ নামে ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় পুলিশ লাইন্সে এই ম্যুরালের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

উদ্ধোধনকালে বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী,  টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ পুলিশের উর্ধবতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রাধাচুড়া বৃক্ষরোপন করে এবং জেলা পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD