October 26, 2024, 4:40 pm

ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক শক্তি বাড়ানোই রাশিয়ার লক্ষ্য: যুক্তরাষ্ট্র

যমুনা নিউজ বিডিঃ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান শনিবার বলেছেন, যুদ্ধ ড্রোন দেখতে সম্প্রতি দু’দফা ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা। ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক শক্তি বাড়ানোই রাশিয়ার লক্ষ্য।

সুলেভান এক বিবৃতিতে বলেন, ইরানের সামরিক বাহিনী গত ৮ জুন ও ৫ জুলাই দু’দফায় দু’টি রুশ প্রতিনিধি দলকে কাশান এয়ারফিল্ডে স্বাগত জানায়। হোয়াইট হাউস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে শাহেদ-১৯১ ও শাহেদ-১২৯ ড্রোন এখানে উড়তে দেখা গেছে।

হোয়াই হাউস এ সপ্তাহের গোড়ার দিকে জানিয়েছিল, তাদের বিশ্বাস মস্কো শত শত ড্রোন পেতে আগ্রহী এবং তেহরান যত দ্রুত সম্ভব এই ড্রোন দিতে রুশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD