December 1, 2023, 11:59 pm

দুপচাঁচিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে দুপচাঁচিয়া উপজেলার অসহায় ও দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রুবেল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রূপন দাস, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, বীরমুক্তিযোদ্ধা সামছুদ্দিন প্রাং প্রমুখ। পরে ৯জন অসহায় ও দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD