December 2, 2023, 8:18 am

ক্ষেতলালে ৬ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : সোমবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৮টি রাস্তা ও ১টি বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জয়পুরহাট-২ (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

উপজেলার মামুদপুর ইউনিয়নে ৩টি, বড়তারা ইউনিয়নে ২টি, আলমপুর ইউনিয়নে ১টি, তুলশিগঙ্গা ইউনিয়নে ১টি, বড়াউল ইউনিয়নে ১টি, মোট ৮টি স্থানে সাড়ে ৮ কিঃ মিঃ রাস্তা ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও বড়তারা ইউনিয়নের ভোলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এ সকল উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুজ্জামান তলুকদার নাদিম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সরদার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ জেলা ও উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD